ভারতীয় ঋণে সড়ক সংস্কারের যন্ত্রপাতি

নিজস্ব প্রতিবেদক : দেশের সড়ক অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের যন্ত্রপাতি কেনার জন্য ভারত সরকার থেকে ঋণ নেওয়া হবে।

মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত একনেক সভায় ফায়ার সার্ভিস ও সড়ক নির্মাণের প্রকল্পসহ ছয়টি প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ কথা জানান।

মুস্তফা কামাল বলেন, দেশের সড়ক অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত যন্ত্রপাতি নেই। আর সরকার এসব কেনার জন্য ভারত সরকার থেকে ঋণ নিচ্ছে। ঋণের টাকায় আধুনিক ও অধিক ক্ষমতাসম্পন্ন পর্যাপ্ত যন্ত্রপাতি কেনা হবে। ঋণের শর্ত হলো এসব সরঞ্জাম তাদের কাছ থেকেই কিনতে হবে।

তিনি বলেন, দেশের ১৫৬টি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হবে। প্রকল্পটি চলমান। এখন আবার ব্যয় বৃদ্ধির অনুমোদন দেওয়া হলো। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৫৮৫ কোটি ৮৮ লাখ টাকা। সড়কের যন্ত্রপাতি কেনার জন্য ভারত থেকে ৪৭২ কোটি ৩০ লাখ টাকা ঋণ নেওয়া হবে। বাকি ১১৩ কোটি ৫৮ লাখ টাকা বাংলাদেশ সরকারকে দিতে হবে।