ভারতীয় সেনাদের গুলিতে দুই বেসামরিক পাকিস্তানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাদের গুলিতে দুই বেসামরিক পাকিস্তানি নিহত হয়েছে।

নিহত দুজনের একজন এক বছরের শিশু। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, বিনা উসকানিতে ওয়ার্কিং বাউন্ডারিতে গুলি চালায় ভারতীয় সেনারা। এর সমুচিত জবাব দেয় পাকিস্তানি সেনারা। দুই পক্ষের গোলাগুলি চলে রোববার রাতভর পর্যন্ত। এ সময় ওই দুজন নিহত হয়।

বিবৃতিতে আরো বলা হয়েছে, জাংলোরা নামের গ্রামে ভারতীয় সেনাদের গুলিতে নিহত হন মোহাম্মদ লতিফ এবং এক শিশু। এ সময় আহত হন সাত পাকিস্তানি সেনা।

ভারতীয়দের গুলি ও গোলার জবাব দেয় পাকিস্তানিরা। হারপাল, পুখলিয়ান, চারওয়াহ সেক্টরে প্রতিরোধ হামলা চালায় পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জারস। এ সময় আহতদের উদ্ধার করে শিয়ালকোটে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।

পাকিস্তান ও ভারতের মধ্যে সম্প্রতি উত্তেজনা চলছে। থেকে থেকে সীমান্তে দুই বাহিনীর মধ্যে গোলাগুলি হচ্ছে। পাকিস্তানশাসিত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর উত্তেজনা আরো বেড়ে যায়। তবে ভারতের দাবি, পাকিস্তান উপযুক্ত জবাব পেয়েছে।

তথ্যসূত্র : ডন অনলাইন।