ভারতের অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক : ভারতের বিশাখাপত্তমে অবস্থিত অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হচ্ছে ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র।

শনিবার ইউনূস সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ জানুয়ারি অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের ৯০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রফেসর মুহাম্মদ ইউনূসের নোবেল পুরস্কার প্রাপ্তির ১০ম বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ৩ দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ড. মুহাম্মদ ইউনূস।

এ ছাড়া অন্ধ বিশ্ববিদ্যালয় টেকসই উন্নয়নের ওপর একটি সিম্পোজিয়ামের আয়োজন করে। অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন ড. মুহাম্মদ ইউনূস।

অনুষ্ঠানে অন্ধ্র প্রদেশের মানব উন্নয়নমন্ত্রী গান্ত শ্রীনিবাস রাও ও অন্ধ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নাগেশ্বর রাও প্রফেসর ইউনূসকে স্বাগত জানান। এ সময় অন্ধ্র বিশ্ববিদ্যালয় একটি আন্তঃবিভাগীয় ব্যবস্থা হিসেবে সেখানে একটি ইউনূস সামাজিক ব্যবসা কেন্দ্র প্রতিষ্ঠা করতে যাচ্ছে বলে ঘোষণা দেওয়া হয়।

আয়োজকদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঘু বাবু প্রফেসর ইউনূসের আদর্শ ও কর্ম বিশ্ববিদ্যালয়কে কীভাবে এই সিদ্ধান্ত নিতে অনুপ্রাণিত করেছে তা উপস্থাপন করেন।