ভারতে আবারও করোনায় বেড়েছে মৃত্যু-শনাক্ত

মহামারি করোনায় ভারতে মৃত্যু-শনাক্ত বেড়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ২৪৬ জন। এ নিয়ে মোট মারা গেছে ৪ লাখ ৫১ হাজার ৪৩৫ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে আরও ১৮ হাজার ৯৮৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লাখ ২০ হাজার ৭৩০ জন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।

পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৯৮৭ জন। বুধবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৮২৩। অর্থাৎ বুধবারের তুলনায় প্রায় ২০ শতাংশ বেড়েছে দৈনিক সংক্রমণ। আক্রান্তের পাশাপাশি বেড়েছে দেশের দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ২৪৬ জন। দেশের মোট মৃত্যুর অর্ধেকই হয়েছে কেরলে (১২৩)। মহারাষ্ট্রেও দৈনিক মৃত্যু ৫০-এর আশপাশে। বাকি রাজ্যগুলিতে মৃতের সংখ্যা অনেকটা কম রয়েছে।