ভারতে যাত্রী বহনকারী একটি ট্রাক উল্টে অন্তত ১৬ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পশ্চিম পার্বত্য অঞ্চলে গির্জাগামী যাত্রী বহনকারী একটি ট্রাক উল্টে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অর্ধশতাধিক। রোববার সকালে মেঘালায় রাজ্যের পশ্চিম খাসি পার্বত্য জেলায় এ দুর্ঘটনায় ঘটেছে।

পুলিশ জানিয়েছে, আশপাশের তিনটি গ্রামের লোকজন ট্রাকে করে গির্জায় যাচ্ছিলেন। ওই ট্রাক সবমিলিয়ে ৬০ জন যাত্রী ছিলেন।

পশ্চিম খাসি পার্বত্য এলাকার পুলিশ সুপার সিলভেস্তার নংগার বলেন, ‘বেঁচে যাওয়া লোকজন জানিয়েছে, বেপরোয়া গতিতে চালক ট্রাক চালাচ্ছিল এবং এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এটি উল্টে গেলে ওই পার্বত্য অঞ্চলের একটি গভীর গর্তে অনেক লোকজন পড়ে যায়।’

তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে আমরা সবাইকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তবে আহতদের অনেকের অবস্থা ছিল গুরুতর।’

তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলেই ১২ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া হাসপাতালে নেয়ার পর আরও চারজন মারা যান। আরও ৫০ জন আহত হয়েছেন। ট্রাক চালকও মারাত্মক আহত হয়েছেন।’