ভারতে হোয়াটসঅ্যাপের ২০ লাখ একাউন্ট নিষিদ্ধ

প্রযুক্তি ডেস্কঃ নতুন আইটি বিধি চালু হওয়ার পর এই প্রথমবার মাসিক অভিযোগের রিপোর্ট পেশ করল হোয়াটসঅ্যাপ। যেখানে ১৫ মে থেকে ১৬ জুন পর্যন্ত এই একমাসে ৩৪৫টি অভিযোগ গ্রহণ করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে হোয়াটসঅ্যাপ ২০ লক্ষ ভারতীয় অ্যাকাউন্ট বাতিল করেছে।

গতকাল (৩১ আগস্ট) মঙ্গলবার হোয়াটসঅ্যাপ সেই রিপোর্ট প্রকাশ করেছে।

রিপোর্টে জানা গেছে, মাত্র ৪৬ দিনের ব্যবধানে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৩০ লাখ ২৭ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। মোট ৫৯৪টি অভিযোগ জমা পড়েছে হোয়াটসঅ্যাপের কাছে।

যাদের মধ্যে অ্যাকাউন্ট সাপোর্টের আবেদন ১৩৭টি, অ্যাকাউন্ট নিষিদ্ধ করার আবেদন ৩১৬টি, অন্যান্য সাপোর্ট চেয়ে আবেদন ৪৫টি, প্রোডাক্ট সাপোর্টের অভিযোগ ৬৪টি এবং নিরাপত্তার নিয়ো অভিযোগ জনা পড়েছে ৩২টি। মোট ৭৪ টি অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানা গেছে।