ভারত থেকে অক্সিজেনের চতুর্থ চালান দেশে পৌঁছেছে

ভারত থেকে আমদানি করা অক্সিজেনের চতুর্থ চালানবাহী ট্রেন সিরাজগঞ্জে এসে পৌঁছেছে।

বেনাপোল স্থলবন্দর হয়ে ট্রেনটি রোববার দিবাগত রাত ১টা ১০ মিনিটে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়। আজ সোমবার সকাল ৬টা থেকে অক্সিজেন খালাস শুরু হয়।

লিনডে বাংলাদেশ নামের অক্সিজেন আমদানিকারক প্রতিষ্ঠান চার ধাপে ভারত থেকে ৮০০ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি করল।

করোনাভাইরাসজনিত মহামারির কারণে দেশে অক্সিজেন চাহিদা বেড়ে যাওয়ায় সরকার ভারত থেকে অক্সিজেন আমদানির সিদ্ধান্ত নেয়। সে সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশে এলো ৮০০ মেট্রিক টন তরল অক্সিজেন।

এর আগে গত ২৫ জুলাই, ২৮ জুলাই ও ৩১ জুলাই মোট ৬০০ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে দেশে আসে। আজ সোমবার আরও ২০০ মেট্রিক টন অক্সিজেন দেশে এলো। সর্বমোট ৮০০ মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে দেশে এলো।