বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট

ভারত থেকে আসা ১৮ জন করোনা পজিটিভ

চলতি লকডাউনে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফিরে আসা দেড় হাজার বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর মধ্যে ১৮ জনই করোনা পজিটিভ।

করোনা পজিটিভ যাত্রীদের পুলিশ প্রহরায় বেনাপোল চেকপোস্ট থেকে যশোর জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে বলে চিকিৎসকরা জানান।

গত ছয় দিনে চিকিৎসার জন্য ভারতে গিয়ে দেশে ফিরেছে দেড় হাজার বাংলাদেশি। করোনা নেগেটিভ সনদ থাকা সত্ত্বেও দেশে ফিরে আসা যাত্রীদের বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগে পরীক্ষা করে ১৮ জন যাত্রীর দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। ফলে আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসীসহ দুই দেশের মধ্যে যাতায়াতকারী পাসপোর্টধারী যাত্রীরা। তবে সতর্কতাই মিলতে পারে মুক্তি এমন মন্তব্য যাত্রীদের। স্বাস্থ্যকর্মীরাও দিচ্ছেন সচেতনতার নানান পরামর্শ।

বর্তমান করোনা পরিস্থিতিতে একমাত্র বেনাপোল ও ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে স্থলপথে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সচল রয়েছে।