ভার্চুয়ালি বিচারকার্য পরিচালনা নীলফামারীতে ১৩ জন বিচারক করোনা আক্রান্ত

আল-আমিন,নীলফামারী: নীলফামারী জেলা আদালতে ১৩ জন বিচারক করোনা আক্রান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার সদর উপজেলা হাসপাতালের করোনার র‌্যাপিড এন্টিজেন টেষ্ট কেন্দ্রে তাদের নমুনা পরীক্ষা করা হলে তাদের করোনা পজেটিভ হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর কবির। তিনি জানান চার দিন আগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান করোনায় আক্রান্ত হন।

এ নিয়ে ১৪ জন বিচারক করোনায় আক্রান্ত হলো।বিচারকগণ নিজ নিজ বাসভবনে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে সকলে সুস্থ্য আছেন। সংশ্লিষ্ট সূএ মতে,করোনা আক্রান্ত বিচারকদের মধ্যে রয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো: রেজাউল করিম সরকার, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর সিনিয়র জেলা বিচারক মোঃ মনসুর আলম, নারী ও শিশু ট্রাইব্যুনাল-২ এর জেলা বিচারক মাহবুবুর রহমান, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ জাহিদুল হক, যুগ্ন জেলা ও দায়রা জজ মোঃ মাহমুদ হাসান, যুগ্ন জেলা জজ ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক খন্দকার এটিএম তোফায়েল, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ হাফিজুল ইসলাম, সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট জাহিদ হাসান, সহদেব চন্দ্র রায়, জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শাহীন কবির ও মেহেদী হাসান, সহকারী জজ আশরাফি বিনতে খায়ের, মোঃ সোহাগ আলী, জয় কিশোর নাগ, মাহবুবুল ইসলাম (শিক্ষানবিশ) । আদালত সূত্রে জানাযায় গুরুত্বপূর্ণ মামলাগুলো ভার্চুয়ালি পরিচালনা করা হবে।