ভাস্কর্য অপসারণের দাবিতে শনিবার প্রতিবাদ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্ট চত্ত্বর থেকে ভাস্কর্য সরিয়ে নেওয়ার প্রতিবাদ ও পুনঃস্থাপনের দাবিতে শনিবার প্রতিবাদ দিবস পালন করছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

দেশের সব জেলা ও উপজেলায় এ কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয়ভাবে এ দিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

গত শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়েজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ ঘোষণা দিয়েছিলেন জোটের সভাপতি গোলাম কুদ্দুস।

হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক বিভিন্ন সংগঠনের দাবির মুখে সরানো হয়েছে সুপ্রিম কোর্টের সামনে ন্যায়বিচারের প্রতীক হিসেবে স্থাপিত ‘লেডি জাস্টিস’ খ্যাত গ্রিক দেবীর ভাস্কর্য। গত বৃহস্পতিবার মধ্যরাতে ভাস্কর্যটি সরানোর কাজ শুরু হয়। যা শেষ হয় রাত ৪টার দিকে। সুপ্রিম কোর্টের প্রবেশ মুখ থেকে সরিয়ে কাপড় মুড়িয়ে এটি রাখা হয় অ্যানেক্স ভবনের পাশে। পরে সেখানে ভাস্কর্যটিই প্রতিস্থাপন করা হয়।

এদিকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে প্রগতিশীল ছাত্র সংগঠন এবং ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম পর দিন থেকে বিক্ষোভ করে আসছে।