ভিডিও বার্তায় যা বললেন ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্কঃ হামাসের সঙ্গে চলমান যুদ্ধে গাজা উপত্যকার কাছে প্রায় ৩ লাখ সেনা মোতায়েন করেছে ইসরাইল।

আলজাজিরা জানায়, ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন।

এক্সে (টুইটার) পোস্ট করা ওই ভিডিওতে জোনাথন কনরিকাস বলেন, গাজা উপত্যকার কাছাকাছি অঞ্চলগুলোতে আমরা আমাদের পদাতিক বাহিনী, সাঁজোয়া সৈন্য, আমাদের আর্টিলারি কর্পস এবং রিজার্ভ থেকে আরও অনেক সেনা পাঠিয়েছি। ৩ লাখ সেনা বিভিন্ন ব্রিগেড এবং ডিভিশনে পাঠানো হয়েছে, তারা এখন গাজার কাছাকাছি রয়েছে। গাজা উপত্যকায় ইসরাইল সরকার আমাদের যে মিশনে পাঠিয়েছে আমাদের সেনারা সে মিশন কার্যকর করতে প্রস্তুত হচ্ছে।

তিনি বলেন, এই যুদ্ধের শেষে আর কখনো কোনো ইসরাইলি বেসামরিক নাগরিককে হুমকি বা হত্যার মতো সামরিক সক্ষমতা যেন হামাসের না হয় তা নিশ্চিত করতে আমরা প্রস্তুতি নিচ্ছি।