ভিভ রিচার্ডস,পন্টিংয়ের পাশে সাকিব

ক্রীড়া ডেস্ক : প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা ২১৭ রান করলেও দ্বিতীয় ইনিংসে হতাশ করেন সাকিব আল হাসান। কোনো রান করতে পারেননি বিশ্বের অন্যতম সেরা এ অলরাউন্ডার।

ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্টের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে শূণ্য রানে আউট হলেন সাকিব। এর আগে আরও পাঁচ ব্যাটসম্যান অপ্রত্যাশিত এ রেকর্ড বুকে নিজেদের নাম লিখান।

প্রথম ইনিংসে রেকর্ড গড়েছিলেন সাকিব। টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংসটি আসে তার ব্যাট থেকে। কিন্তু দ্বিতীয় ইনিংসে? অহেতুক শট খেলতে গিয়ে নিজের উইকেট বিসর্জন দেন বাঁহাতি ব্যাটসম্যান। স্পিনার স্যান্টনারের বলে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন সাকিব।

টেস্ট ক্যারিয়ার এ নিয়ে তৃতীয়বারের মত শূণ্য রানে আউট হলেন সাকিব। ২০০৯ সালের পর এবারই প্রথম শূণ্য রানে আউট হলেন সাকিব। সেবার ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে শূণ্য রানে আউট হবার পর দ্বিতীয় ইনিংসে সাকিব করেন ৪৬ রান।

নাম

প্রথম ইনিংস দ্বিতীয় ইনিংস দল প্রতিপক্ষ
ইমতিয়াজ আহমেদ ২০৯ পাকিস্তান নিউজিল্যান্ড
সেইমর নার্স ২০১ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
স্যার ভিভিয়ান রিচার্ডস ২০৮ ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়া
রিকি পন্টিং ২৪২ অস্ট্রেলিয়া ভারত
শোয়েব মালিক ২৪৫ পাকিস্তান ইংল্যান্ড
সাকিব আল হাসান ২১৭ বাংলাদেশ নিউজিল্যান্ড