ভিসা যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়, বন্দুকের নলে ভোট হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদকঃ ভিসা নীতি নিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে চেয়েছে। ভিসা যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করবে। মাসলম্যান ও বন্দুকের নল দিয়ে কোনো নির্বাচন হবে না।

বুধবার (৩১ মে) সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নির্বাচন সুষ্ঠু হবে বলে ওয়াশিংটনকে অবহিত করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকটি হয়েছে প্রায় ১ ঘণ্টা। বৈঠক নিয়ে কথা বলতে রাজি হননি মার্কিন রাষ্ট্রদূত। তবে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, নতুন ভিসানীতি নিয়ে বাংলাদেশের প্রতিক্রিয়া জানতে এসেছিলেন রাষ্ট্রদূত। তাকে জানিয়েছি, এটা যুক্তরাষ্ট্রের নিজস্ব বিষয়। আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত সড়কে বিশেষ নিরাপত্তা হঠাৎ তুলে নেয়ার বিষয়ে কথা বলেছেন। মন্ত্রী তাকে জানিয়েছেন, সমস্ত দূতাবাসকে একই নিরাপত্তা দেয়া হবে। কেউ যদি বাড়তি নিরাপত্তা চায় তবে ফি প্রদানের মাধ্যমে তা পাবে।