ভুয়া ৬ চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল

চিকিৎসকের ভুয়া সার্টিফিকেট দাখিল করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলে (বিএমডিসি) রেজিস্ট্রেশন করে চিকিৎসা সেবা দিয়ে আসছিল বিভিন্ন জেলার ছয় নামধারী চিকিৎসক। অবশেষে বিষয়টি প্রমাণিত হওয়ায় তাদের রেজিস্ট্রেশন বাতিল করেছে বিএমডিসি কর্তৃপক্ষ।

সোমবার (২৭ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. আরমান হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা সবার অবগতির জন্য জানানো যাইতেছে যে প্রতারণাপূর্বক নিম্নবর্ণিত ৫ (পাঁচ) ব্যক্তি (ক্রমিক নং : ১-৫) গণপ্রজাতন্ত্রী চীনের তাইশান মেডিকেল ইউনিভার্সিটির এবং ১ (এক) ব্যক্তি (ক্রমিক নং : ৬) Samara State Medical University, Russia এর ভুয়া সার্টিফিকেট দাখিল করিয়া বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল হইতে রেজিস্ট্রেশন গ্রহণ করিয়াছেন। বিষয়টি প্রমাণিত হওয়ায় তাহাদের রেজিস্ট্রেশন বাতিল করা হইয়াছে এবং তাহাদের বিরুদ্ধে চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেট কোর্ট নং-১২ ঢাকাতে মামলা দায়ের করা হইয়াছে। মামলা নম্বর যথাক্রমে :- ২৭২/২১, ২৬৯/২১, ২৬৮/২১, ২৬৭/২১, ২৭০/২১ এবং ২৭১/২১।’

ভুয়া চিকিৎসকরা হলেন:

১. আসীম কুমার মিত্র, বাবা: বোপেন্দ্র নাথ মিত্র, গ্রাম: মোল্লার কুল, পোস্ট অফিস: কাহালপুর, উপজেলা : মোল্লারহাট, জেলা : বাগেরহাট, (বিএমঅ্যান্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82969, Date:2.07.2017).

২. সৌমেন্দ্র নাথ বিশ্বাস, বাবা: জগন্নাথ চন্দ্র বিশ্বাস, গ্রাম: স্বরূপপুর, পোস্ট অফিস: হাকিমপুর, উপজেলা: চৌগাছা, জেলা: যশোর, (বিএমঅ্যান্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82972, Date: ০2.07.2017).

৩. মো. রমজান খান, বাবা: ইব্রাহীম খান, গ্রাম: আটিপাড়া, পোস্ট অফিস: সিরাজপুর, উপজেলা: সিংগাইর, জেলা: মানিকগঞ্জ, (বিএমঅ্যান্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82973, Date: ০2.07.2017).

৪. মোফাজ্জেল হোসেন, বাবা: আব্দুর রহমান, গ্রাম: ভাষানচর, পোস্ট অফিস: অম্বিকাপুর, উপজেলা: ফরিদপুর সদর, জেলা: ফরিদপুর, (বিএমঅ্যান্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82974, Date: 02.07.2017)

৫. মোহাম্মাদ মোবারক হোসেন, বাবা: মো: আব্দুল করিম, গ্রাম: চৌরাপাড়া, পোস্ট অফিস: লক্ষণখোলা, উপজেলা: বন্দর, জেলা: নারায়ণগঞ্জ, (বিএমঅ্যান্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 82975, Date: 02.07.2017)

৬. একেএম মেহেদী হাসান, বাবা: একেএম সাহাবুদ্দিন, রাশেদ ভীলা, দক্ষিণ চর্থা, কুমিলা ৩৫০০, (বিএমঅ্যান্ডডিসি রেজিস্ট্রেশন নং- A- 28171, Date: 26.05.1999)

বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়েছে,  ‘এমতাবস্থায় তাহারা নিজেদের চিকিৎসক বলিয়া পরিচয় দিতে কিংবা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করিতে পারিবেন না।

যদি চিকিৎসা কার্য চালাইয়া যান, তাহা হইলে আইন প্রয়োগকারী সংস্থাসমূহকে অবহিত করার জন্য অনুরোধ করা যাইতেছে।