ভুল চিকিৎসায় দুই নবজাতকসহ গৃহবধূর মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরের বদরগঞ্জে ভুল চিকিৎসায় দুই নবজাতকসহ মাজেদা বেগম (৩৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার দুপুরে পৌর শহরের অনুমোদনহীন মোকলেছার ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। মাজেদা বেগম পৌর শহরের জামুবাড়ি গ্রামের আব্দুস সালাম সরকারের স্ত্রী।

জানা গেছে, শুক্রবার সকালে আট মাসের অন্তঃসত্ত্বা মাজেদা পেটে ব্যথা অনুভব করেন। সকাল ১০টায় তাকে ওই ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসা হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি চিকিৎসক আর এইচ নেওয়াজকে ডেকে এনে দুপুর সাড়ে ১২টার দিকে অস্ত্রোপচারের (সিজার) মাধ্যমে দুই ছেলে সন্তানের জন্ম হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুরে দুই নবজাতকসহ মাজেদাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর দেড়টার দিকে রংপুরে নেওয়ার পথে দুই নবজাতকসহ গৃহবধূর মৃত্যু হয়।

ডায়াগনস্টিক সেন্টারের মালিককে মালিক হাফিজার রহমান বলেন, ‘রোগীর অবস্থা ভাল ছিল না। রংপুর পৌঁছার আগেই হয়তো তিনি মারা যেতেন। মানবিক কারণে তার সিজার এখানে করা হয়।’

ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন না থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমোদনের জন্য আবেদন করা হয়েছে। এখনো পাওয়া যায়নি।’

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আর এইচ নেওয়াজ বলেন, ‘আমি সঠিকভাবে ওই গৃহবধূর অস্ত্রোপচার করেছি। আমার গাইনীর প্রশিক্ষণ নেওয়া আছে। গৃহবধূ মারা গেলে কি করার আছে।’

রংপুরের সিভিল সার্জন হিমাংশু লাল রায় বলেন, ‘ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নেই। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’