ভুয়া প্রকল্প দেখিয়ে ক্ষমতাসীন দলের নেতারা সরকারি অর্থ লুট করছেঃ বিএনপি

জ্যেষ্ঠ প্রতিবেদক : জুন ক্লোজিংয়ের নামে ‘ভুয়া প্রকল্প’ দেখিয়ে ক্ষমতাসীন দলের নেতারা সরকারি অর্থ লুট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।

রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তিনি।

রিজভী বলেন, ‘জুন ক্লোজিংয়ের নামে সারা দেশে আওয়ামী লুটপাট চলছে। দেশের বিভিন্ন জেলা-উপজেলার এসব লুটপাটের খবর পত্র-পত্রিকায় ফলাও করে প্রকাশিত হয়েছে। এমনকি মসজিদ-মন্দিরের নামে ভুয়া কমিটি তৈরি করে অথবা নামসর্বস্ব ধর্মীয় ও সামাজিক ক্লাব সংগঠন দেখিয়ে সরকারি বরাদ্দ নিজেদের পকেটে ঢুকাচ্ছে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা।’

‘সারা দেশের জেলা-উপজেলায় চলতি জুনে ভুয়া প্রকল্পের মাধ্যমে শত শত কোটি টাকা লুটপাটের মহৌৎসবের খবর গণমাধ্যমগুলোর এখন প্রধান শিরোনাম। আজকেও গণমাধ্যমে খবর বেরিয়েছে- হবিগঞ্জ জেলার কুলাউড়া উপজেলায় অস্তিত্বহীন মসজিদ, মন্দিরের নামে সরকারি বরাদ্দ নিয়ে লুটপাট চালাচ্ছে তারা,’ বলেন রিজভী।

আওয়ামী লীগের নেতাদের ‘জেনেটিক্যাল লায়ার’ অভিহিত করে বিএনপির এই নেতা বলেন, ‘কিছু নেতা আছে যারা মন্ত্রিত্ব হারিয়ে এখন বিকারগ্রস্ত হয়ে পড়েছেন। এদের দ্রুত মানসিক চিকিৎসার প্রয়োজন। আওয়ামী লীগ যদি এখনো নিজেদেরকে সংশোধন না করে তাহলে অবিলম্বে তাদের বিপজ্জনক অবতরণ ঘটবে।’

নতুন অর্থবছরের বাজেটের সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘গণমাধ্যমে খবর বেরিয়েছে- আজকে যে শিশুটি জন্মগ্রহণ করবে তার মাথায়ও ৪৬,১৭৭ টাকা ঋণের বোঝা পড়বে। অর্থাৎ প্রতিটি মানুষের ওপর গড়ে ৪৬ হাজার টাকা ঋণের বোঝা দিয়েই শুরু হয়েছে ২০১৭-২০১৮ অর্থবছর। ২০১৬-২০১৭ অর্থবছরে মাথাপিছু যে ঋণের পরিমাণ ছিল ৪০ হাজার টাকা। বিশাল ঘাটতির এই বাজেট পুরোটাই ঋণনির্ভর। এই ঋণ প্রতিবছর শুধু বাড়ছে। ফলে জনগণের ওপরর ঋণের বোঝাও বাড়ছে।’

এ সময় রিজভী অভিযোগ করে বলেন, ‘নোয়াখালীতে বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহানের ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গুলিবর্ষণে বিএনপির দুই নেতা গুলিবিদ্ধ হন। এ ছাড়া গাইবান্ধায় বিএনপি নেতা আব্দুল মালেককে ক্ষমতাসীনরা রামদা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে।’ এসব ঘটনাকে শাসকদলের বীভৎসতা ও হিংস্রতার প্রতিচ্ছবি হিসেবে মন্তব্য করেন রিজভী।