ভেনিজুয়েলায় মাদুরোর পদত্যাগ দাবিতে বিশাল মিছিল

আন্তর্জাতিক ডেস্ক : ভেনিজুয়েলায় বিরোধী দলের আহ্বানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগ দাবির মিছিলে কয়েক লাখ লোক অংশ নিয়েছে। গত দুই বছরের মধ্যে মাদুরোর পদত্যাগ দাবিতে এটাই সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশ। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজধানী কারাকাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ভেনিজুয়েলার অর্থনৈতিক সংকটের জন্য মাদুরো সরকারকে দায়ী করছে বিরোধীরা। মাদুরোকে ক্ষমতা থেকে বিদায়ের জন্য গণভোট প্রক্রিয়া ইচ্ছা করে বিলম্ব করছে দেশটির নির্বাচন কমিশন।

এদিকে একই দিন মাদুরোর সমর্থকরাও পাল্টা মিছিল করেছে। তারা বিরোধীদের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থান ঘটানো চেষ্টার অভিযোগ এনেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মিছিলে দশ লাখ লোকের অংশগ্রহণের কথা বলা হলেও বিরোধীরা তা করতে পারেনি।

মাদুরো মধ্য কারাকাসে তার সমাবেশে বলেছেন, ‘ জাতি বিজয় উল্লাস করছে। তারা (বিরোধিরা) লোকজনের মাঝে আতঙ্ক ছড়াতে চেয়েছিল। কিন্তু লোকজন সব এখানে চলে এসেছে।’
তারা ভেনিজুয়েলা ও কারাকাসে সহিংসতা ও মৃত্যুর মাধ্যমে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিল, আমরা তা প্রতিরোধ করেছি।’

তবে বিরোধিরা দাবি করেছেন, তারা যা আশা করেছিলেন, অর্থাৎ মিছিলে সেই দশ লাখেরও বেশি লোক অংশ নিয়েছে।

বিরোধী দলের অন্যতম নেতা জেসাস টরিয়েলবা বলেন, ‘আমরা বিশ্বকে ভেনিজুয়েলার গুরুত্ব এবং এ দেশটি কতোটা পরিবর্তন চায় তা দেখিয়েছি।’