ভেড়ামারা থেকে আটক তিন নারী জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আটক তিন নারী জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বাদী হয়ে এই মামলা করেন।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন খন্দকার জানান, রোববার রাতে আটককৃত জঙ্গিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে। বাড়ির মালিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তাকে নারী জঙ্গিদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়া তালতলা এলাকায় একটি জঙ্গি আস্তানায় ‘অপারেশন টেপিড পাঞ্চ’নামে অভিযান চালায় কাউন্টার টেরোরিজম ইউনিট ও জেলা পুলিশ। ২২ ঘণ্টার এই যৌথ অভিযান শনিবার রাত সাড়ে ৯টায় সমাপ্তি ঘোষণা করা হয়। ওই বাড়ি থেকে তিন নারী জঙ্গিকে আটক করা হয়। এ সময় দুই শিশুকে থানায় নেওয়া হয়। পরে বাড়ির মালিক নাসিমাকে আটক করা হয়।