ভৈরবে হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মরণি তোরণ এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন

মোঃ সিজান আহমেদ সোহাগ অনুসন্ধানী প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌর এলাকার ফেরিঘাট প্রবেশ মুখ‌্যপথে ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সম্মুখে হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মরণি তোরণ এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন ভৈরব পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ ফখরুল আলম আক্কাছ ও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মির্জা সোলায়মান।

হোসেন শহীদ সোহরাওয়ার্দীর এই স্মরণি তোরণ নির্মাণের মাধ্যমে দেশ ও জাতি ও বর্তমান ও আগামী প্রজন্মের জন্য কি ধরনের সম্ভাবনা বয়ে আনবে ও কি ধরনের শিক্ষা বয়ে আনবে সেই বিষয়ে জানতে চাইলে ভৈরব পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ ফখরুল আলম আক্কাছ ক্রাইম পেট্রোল বাংলাদেশ লিঃ কে বলেন, আমাদের মহান নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী নামে যিনি পরিচিত ছিলেন তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছিলেন ও আওয়ামী লীগের মূল নেতা ছিলেন তিনি আমাদের যিনি নেতা যার ডাকে সাড়া দিয়ে জীবনের মায়া ত্যাগ করে পরিবার পরিজন এর মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম ও স্বাধীনতা আনতে আমরা সক্ষম হয়েছি সেই মহান নেতা জাতির জনক,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর’ই’ ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতি জীবনের শিক্ষাগুরুর দীক্ষাগুরু এই হোসেন শহীদ সোহরাওয়ার্দী আওয়ামী লীগের মূল ফাউন্ডেশনই ছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বটা।
মহান এই নেতার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর হাতেই গড়ে উঠেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই সরণি তোরণ স্থাপনার মাধ্যমে বর্তমান ও আগামী প্রজন্মের কি ধরনের সম্ভাবনা কি ধরনের শিক্ষা অর্জন করতে পারবে এই বিষয়ে তিনি আরো বলেন যেহেতু হোসেনশহীদ সোহরাওয়ার্দী নামে আমরা এই নির্মাণ ও স্থাপনা করছি এই জন্য যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বললেও হোসেন শহীদ সোহরাওয়ার্দী, নেতা বললেও হোসেন শহীদ সোহরাওয়ার্দী ই ছিলেন ,উনি মাথায় দিয়ে গেছেন বঙ্গবন্ধুকে শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর হাতে নেতৃত্ব আসছে বঙ্গবন্ধুর অক্লান্ত পরিশ্রম ও সঠিক নেতৃত্ব দিয়ে ও জীবন দিয়ে আমাদের দেশটা স্বাধীন করে দিয়েছেন ,হয়েছেন জাতির জনক।
সরণি এই তোরণ এর বিষয়ে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ মির্জা সোলায়মান বলেন আজকে আমরা যেই তোরণ নির্মাণ করছি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে, আমরা যাকে গণতন্ত্রের মানুষ পুত্র বলি এই হোসেন শহীদ সোহরাওয়ার্দীর গত,১৯/৬৯ ইং সালে , আমরা ভৈরবে একটি তোরণ করেছিলাম ভৈরব বাজারে সেটি এখন বঙ্গবন্ধু স্মরনি হিসেবে পরিচিত।
পরবর্তীতে রাস্তার উন্নয়ন কাজের জন্য সেটি ভেঙে ফেলা হয়েছিল এখন ভৈরবের একটা নান্দনিক ও ভৈরব ফেরিঘাটের একটা প্রশস্ত সড়কে আমি তার চিত্রটা দেখেছি এই তোরণ যখন হবে এখান থেকে নতুন প্রজন্ম অনেক কিছু জানতে পারবেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন উনার ভূমিকা কি ছিল উনি দেশের জন্য কি করেছেন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন সমস্ত কিছুর ইতিহাস এখান থেকে আগামী প্রজন্ম জানতে পারবে।এই তোরণ হলে নতুন প্রজন্ম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জীবনী জানার জন্য তরুণ সমাজ আগ্রহ প্রকাশ করবে।
এই তোরণটি ভৈরবে হচ্ছে শুধু ভৈরব নয় সারা বাংলাদেশের মানুষ এখান দিয়ে চলাচল করবে তারা দেখবে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে এই ভৈরবে একটি নান্দনিক তোরণ হয়েছে এমনিভাবে আমাদের সেই গুণীজন যারা আছে তাদেরকে আমরা স্মরণ রাখার মত এই ধরনের উদ্যোগের কোন বিকল্প নেই।
ওইসব গুণীজনদেরকে  যারা আমাদের পথ দেখিয়েছে তাদের নামে এই ধরনের স্মরণীয় তোরণ তৈরি করা হলে আগামী প্রজন্মের দেশ সম্পর্কে ও জাতি সম্পর্কে অনেক কিছু দেখার ও জানার সুযোগ পাবে।