ভয়ংকর হিসাব!

হাসিবুল ইসলামঃ আপনি প্রতিনিয়ত কতই না ভাল-মন্দ কাজ করছেন, কখনো কি হিসাব করেছেন এই গুলোর ইহকাল ও পরকালের শাস্তি বা পুরষ্কার কী হতে পারে? আপনার মন্দ কাজের ফলাফল হিসাবে আপনার গুনাহের পাল্লা ইহকালে ভারী হতে থাকবে ও পরকালে এর জন্য রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থ্যা এবং ভালো কাজের ফলাফল হিসাবে আপনি ইহকালে গুনাহ থেকে বেঁচে থাকার পাশাপাশি এর জন্য পরকালে পাবেন পরম সুখ ও শান্তি।

আপনি ঘুমাচ্ছেন, কিন্তু আমলের ফেরেশতা আপনার আমল নামায় গুনাহ লিখে যাচ্ছে। আপনি নামাজ পড়ছেন,আমল করছেন,তাও ফেরেশতা আপনার আমল নামায় গুনাহ লিখে যাচ্ছে।

আপনি খাচ্ছেন, পড়াশোনা করছেন কিংবা চুপচাপ বসে আছেন, তবুও আপনার আমল নামায় গুনাহ লিখা হচ্ছে।
কিন্তু কেন??? অপরাধটা কি???

কারণ আপনি এখন কিছু না করলেও অনেকগুলো নন-মাহররমের চোখ আপনার ফেসবুকে আপলোড দেওয়া ছবি দেখে যাচ্ছে।
আপনার Tik Tok, Likee তে আপলোড করা ভিডিও দেখে যাচ্ছে। যখনই কেউ একজন আপনার ছবি-ভিডিও দেখছে, আমলের ফেরেশতা আপনার আমল নামায় গুনাহ লিখে দিচ্ছেন।

আপনি যদি মারাও যান তবুও আমলের ফেরেশতা আপনার আমল নামায় গুনাহ লিখেই যাবেন। সহজ কথায় ছবি-ভিডিও গুলো আপনার জন্য গুনাহে জারিয়া হিসেবে কাজ করছে।

আবার আপনি হয়তো কোন গান কিংবা মুভির লিংক শেয়ার করেছেন,আপনার থেকে অনুপ্রাণিত হয়ে যতজন সেটা শুনেছে কিংবা দেখেছে সমপরিমাণ গুনাহ আপনার একাউন্টেও জমা হয়ে গেছে।

কি ভয়ংকর হিসাব!!!

প্রিয় নবী হযরত মুহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘যে ব্যক্তি মানুষকে নেক কাজের দাওয়াত দেবে সে ওই লোকদের সমপরিমাণ সওয়াব পাবে; যারা তার দাওয়াত পেয়ে নেক কাজ করবে অথচ তাদের সওয়াবের সামান্যও হ্রাস পাবে না। অনুরূপভাবে যে ব্যক্তি মানুষকে গুনাহের কাজের দাওয়াত দেবে সে ওই লোকদের সমপরিমাণ গুনাহ পাবে, যারা তার দাওয়াত পেয়ে গুনাহের কাজ করবে। অথচ তাদের গুনাহ হ্রাস পাবে না।’ (মুসলিম, হাদিস : ৬৯৮০)

লাখ লাখ মানুষকে জাহান্নামি বানাচ্ছে- Facebook, Tik tok, Likee তে যারা সস্তা সেলিব্রিটি হওয়ার আশায় নেচে-গেয়ে ভিডিও আপলোড করেন, তাদের স্মরন করিয়ে দিতে চাই— আপনি মারাও গেলেও কিন্তু ইন্টারনেটে আপনার ভিডিও গুলো থেকে যাবে। তখন যতো মানুষ এই ভিডিও গুলো দেখবে কবরে আপনাদের আযাব ততোই বাড়তে থাকবে!

সুতরাং এখনই ভেবে দেখুন, হারাম ভিডিও কি আরো বানাবেন?

নাকি আযাব হতে বাঁচতে, সব হারাম ভিডিও ডিলিট করে দিবেন? যে কোনো মূহুর্তে মালাকুল মউত আপনার সামনে হাজির হয়ে যাবে।
তখন কিন্তু খুব বেশি দেরি হয়ে যাবে……..

অন্য দিকে কেউ হয়তো এই সামাজিক মাধ্যম গুলোতে অন্যদের দীনের দাওয়াত দিচ্ছে, শিক্ষা মূলক পোস্ট দিচ্ছে,কুরআন-হাদীসের কথা শেয়ার করছে কিংবা বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল শেয়ার করছে। তাদের ক্ষেত্রে ব্যাপারটা একদম উল্টো হতে থাকবে। যতজনই তাদের মাধ্যমে কোনভাবে উপকৃত হচ্ছে কিংবা নতুন কিছু শিখে আমল করছে,অটোমেটিকেলি তাদের একাউন্টেও সমপরিমাণ নেকি সওয়াব জমা হয়ে যাচ্ছে।

মৃত্যুর পরও তাদের এসব কাজ তাদের জন্য সদকায়ে জারিয়া হিসেবে কাজ করবে, তাদের কবর হবে শান্তিময়। ইন শা’ আল্লাহ।
আচ্ছা আমরা কি চাইব এমন কিছু দুনিয়াতে করে যেতে, যা কিনা মৃত্যুর পর কবরে আমাদের কষ্ট-আযাব প্রতিনিয়ত বাড়িয়ে দিবে?
নাকি আমরা এমন কিছু রেখে যেতে চাইব, যা প্রতিনিয়ত আমাদের নেকির পাল্লা ভারি করে দিয়ে আমাদের কবরটাকে শান্তিময় করতে থাকবে?

আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন‌!