ভয় কেটে যাওয়ায় পর্যটকের ঢল

সচিবালয় প্রতিবেদক : ‘জঙ্গি হামলার ভয় কেটে যাওয়ায় এবার ঈদে পর্যটকদের উপচেপড়া ঢল নেমেছিল। তবে স্থান সংকটের কারণে আমরা অনেককেই জায়গা দিতে পারিনি। এ জন্য দুঃখ প্রকাশ করছি’।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা ও দেশবাসীর সহযোগিতায় নির্বিঘ্নে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।

রাশেদ খান মেনন বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ নিয়ে মানুষের মধ্যে এখন আর ভয় নেই। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে শেষ পর্যন্ত কোনো অঘটন ঘটেনি। দেশবাসী শান্তিতে ঈদ উদযাপন করেছেন।

এদিকে, সকালে রাশেদ খান মেননের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার হাইকমিশনার বিনোয়েত পিয়ারে লারামি। সাক্ষাৎকালে কানাডায় অনুষ্ঠিতব্য সিভিল অ্যাভিয়েশনের আন্তর্জাতিক সম্মেলনে যোগদান নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।