মগবাজারে বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ প্রকাশ

রাজধানীর মগবাজার ওয়ারলেসে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, শর্মা হাউজ নামে ফুডশপে গ্যাস জমে ভবনে বিস্ফোরণ ঘটেছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনতলা ভবনে ওই বিস্ফোরণে এক শিশু ও তার মাসহ ৭ জন নিহত হয়েছেন।

এরই মধ্যে প্রকাশ্যে এসেছে বিস্ফোরণের সময়ের সিসিটিভির একটি ভিডিও ফুটেজ। ভিডিওটি দুর্ঘটনাকবলিত ভবনটির পাশে অবস্থিত আড়ং আউটলেটের।

ভিডিওতে দেখা যায়, আউটলেটে প্রবেশের পথ দিয়ে লোকজন আসা-যাওয়া করছেন। হঠাৎ ধেয়ে আসে বিস্ফোরণের হলকা। ভেঙে যায় আউটলেটের কাচ। নেমে আসে অন্ধকার। বিস্ফোরণের পরপরই লোকজনকে ছুটোছুটি করতে দেখা যায়।

এখন পর্যন্ত সাত জনের মৃত্যুসহ এ ঘটনায় ৫০ জনের ওপর আহত হয়েছেন। এরইমধ্যে বিস্ফোরণে নিহতদের মরদেহ বুঝে নিতে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটের সামনে অপেক্ষা করছেন স্বজনরা। প্রিয়জন হারিয়ে বাকরুদ্ধ তারা।

এদিকে এ বিস্ফোরণের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রত্যেকের পরিবারকে বিশ হাজার টাকা এবং আহতদের চিকিৎসা সহায়তা দিচ্ছে জেলা প্রশাসন। বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। এ সময় ফ্লাইওভার এবং নিচের সড়কে যানজটে আটকে থাকা বাসসহ অন্যান্য গাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। শব্দে ভেঙে যায় যানবাহনের জানালার কাচ।

দুর্ঘটনাকবলিত ভবনটির নিচতলায় সিঙ্গার শো-রুম, শর্মা হাউস ও গ্র্যান্ড কনফেকশনারি দোকান রয়েছে।