মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ওয়ার্কার্স পার্টির সংলাপ অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ওয়ার্কার্স পার্টির সংলাপ অনুষ্ঠিত হবে। সংলাপে ওয়ার্কার্স পার্টির ১১ সদস্য অংশ নেবেন।

সোমবার ওয়ার্কার্স পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নেতৃত্বে ১১ সদস্যের এই প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, হাজেরা সুলতানা, ইকবাল কবির জাহিদ, কামরূল আহসান, অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

ইসি গঠন নিয়ে এর আগে গত ১৮ ডিসেম্বর বিএনপি, ২০ ডিসেম্বর জাতীয় পার্টি এবং ২১ ডিসেম্বর লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও কৃষক-শ্রমিক জনতা লীগ এবং ২৬ ডিসেম্বর জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে আলোচনায় বসেন রাষ্ট্রপতি।