অক্সিজেন তৈরি

মঙ্গলেও সফল নাসা

মঙ্গলগ্রহে সফলভাবে অক্সিজেন তৈরি করতে সক্ষম হয়েছে নাসা। সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, প্রিজারভেন্স রোভারে করে পাঠানো একটি টুল মঙ্গলের পাতলা কার্বন-ডাইঅক্সাইড সমৃদ্ধ বায়ুমণ্ডলকে অক্সিজেনে রূপান্তর করে।

নাসা বিবৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলেছে, ‘এই পরীক্ষা সায়েন্স ফিকশনের বাতলে দেয়া পথকে বিজ্ঞানের বাস্তবতায় রূপান্তর করতে পারে।’

নাসার মুখপাত্র জিম রয়টার বলেন, ‘মঙ্গলগ্রহে কার্বন-ডাইঅক্সাইডকে অক্সিজেনে রূপান্তরের প্রথম জটিল পদক্ষেপ এটি। এ বিষয়ে আরও গবেষণা করতে হবে। তবে যে ফলাফল আমরা পেয়েছি, তাতে আমাদের লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি দেখা যাচ্ছে। অক্সিজেন দিয়ে শুধু পৃথিবীর মানুষ বেঁচে থাকে না, রকেট চালকেরাও এর ওপর নির্ভর করেন।’

প্রাথমিকভাবে ৫ গ্রাম অক্সিজেন তৈরি হয়েছে। মঙ্গলে একজন নভোচারীর ১০ মিনিট শ্বাস নিতে এই পরিমাণ অক্সিজেন দরকার হয়।