মণিপুরে ভূমিধস, ১৪ জনের মৃত্যু

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের একটি প্রত্যন্ত অঞ্চলে ভূমিধসের পর ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অর্ধশত জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুন) কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকর্মীরা বৃহস্পতিবার সকালে একটি রেলওয়ে নির্মাণ সাইটে ভূমিধসে সৃষ্ট ধ্বংসস্তূপ থেকে ১৯ জনকে জীবিত উদ্ধার করে। সেখানে একটি অস্থায়ী শিবিরে একদল কর্মী রাতে ঘুমিয়ে পড়েছিলেন। এখনও পরিচয় জানা না গেলেও নিহতরা স্থানীয় নির্মাণকর্মী ও সেনা সদস্য বলে ধারণা করা হচ্ছে। গত কয়েকদিনের টানা বর্ষণের কারণেই এ ভূমিধসের সৃষ্টি হয়।

আহত কয়েজনের চিকিৎসা চলছে ননি সরকারি হাসপাতালে। ভূমিধসে আটকেপড়া মানুষজনকে সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্মীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।