মধ্য আফ্রিকায় ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ৭৮জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পণ্য ও যাত্রীবোঝাই একটি ট্রাক দুর্ঘটনায় কমপক্ষে ৭৮জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭২জন। মঙ্গলবার গভীর রাতে রাজধানী বাঙ্গুই থেকে ৩০০ কিলোমিটার উত্তর-পূর্বে বাম্বারি শহর থেকে ১০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পণ্য ও যাত্রী নিয়ে ট্রাকটি মালুম গ্রামের হাটে যাচ্ছিল।

বাম্বারি বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রধান চিকিৎসক চাম্বারলাইন বলেছেন, ‘এই মুহূর্তে আমরা ৭৮জন মৃত ও ৭২জন আহত নিশ্চিত হয়েছি। দুর্ঘটনাস্থল থেকে আহত কয়েকজনকে সরাসরি তাদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানেই কয়েকজন মারা গেছে। তবে অধিকাংশই দুর্ঘটনাস্থলে মারা গেছে।

বাম্বারির মেয়র আবেল মাটচিপাতা জানিয়েছেন, এটি ছিল ১০ চাকার ট্রাক এবং কয়েকটন পণ্য পরিবহন করছিল।

একজন আইনপ্রণেতা জানিয়েছেন, ট্রাকটি আতিরিক্ত যাত্রী ও পণ্য বোঝাই ছিল এবং অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল। বাজারে দ্রুত যাওয়ার জন্যই অতিরিক্ত গতিতে চালানো হচ্ছিল বলে জানান তিনি।