মনপুরায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২ জেলে

ভোলার মনপুরায় জেলে ট্রলারে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রাধেশ্যাম (৩২) ও সমীর দাস (৪০) নামের দুই জেলে দগ্ধ হয়েছে। দগ্ধ জেলেদের প্রথমে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় মেঘনার মধ্যবর্তী চর শামসুদ্দিন এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতদের দুপুরে ঢাকায় নিয়ে গেছে স্বজনরা। ট্রলার মাঝি শ্রীরাম জানান, সকাল সাড়ে ৯ টায় শামসুদ্দিন চরসংলগ্ন মেঘনায় ইলিশ শিকারের জন্য জাল পাতে তার ট্রলারের জেলেরা।

এ সময় রান্নার জন্য গ্যাস সিলিন্ডার তুলতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে রাধেসাম ও সমীরদাস শরীরের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। দ্রুত তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার ঢাকায় প্রেরণ করা হয়েছে।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক চিকিৎসক ডা. শিপন চন্দ্র পাল জানান, দগ্ধ দুই জেলের শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। জেলেদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।