মসজিদুল হারামে জমজম পানি বিতরণ করবে রোবট

পবিত্র মসজিদুল হারামে চলতি সপ্তাহ থেকে জমজমের পানি বিতরণ করবে রোবট। এ বছর হজকালে মক্কায় আগত হজযাত্রীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে পানি বিতরণের প্রস্তুতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্বে আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়া করোনা মহামারির মধ্যে এবার পবিত্র হজ পালনে সমবেত হওয়া হাজিদের স্বাস্থ্য ও নিরাপত্তার দিকে বিশেষ নজর দিচ্ছে সউদী আরব কর্তৃপক্ষ।

করোনাকালে কারও হাতের স্পর্শ ছাড়াই হাজিরা যাতে নিরাপদে জমজম পানি সংগ্রহ করতে পারেন, সেটি নিশ্চিত করাই রোবট ব্যবহারের লক্ষ্য।

করোনার আগে ২০১৯ সালে সারা বিশ্ব থেকে ২৫-৩০ লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পেয়েছিলেন। এ বছরের হজ আগামী মাসের মাঝামাঝি অনুষ্ঠিত হবে।

কর্মকর্তারা আশা করছেন, ছোট আকারের সাদা রঙের রোবটের মাধ্যমে আগামী রোববার শুরু হবে জমজমের পানি বিতরণের প্রস্তুতিমূলক কাজ।