মহাধুমধামে চৌগাছায় বর্ষবরণ

আব্দুল আলীম, চৌগাছা-যশোরঃ যশোরের চৌগাছায় ব্যাপক উৎসাহ আর উদ্দিপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ হতে নানা কর্মসূচি গ্রহন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, মঙ্গল শোভাযাত্রা, পান্তা ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে যথাসময়ে উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। এতে পৌর সদরের সকল স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সরকারী কর্মকর্তা কর্মচারীসহ সর্ব স্তরের মানুষ অংশ গ্রহন করেন। শোভাযাত্রা বাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে সকালে বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নির্বাহী কর্মকর্তা মারুফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এবং মৃধাপাড়া মহিলা কলেজের অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, চৌগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মতিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাহানুর আলম উজ্জ্বল, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, সাংবাদিক শামিম রেজা, থানার সেকেন্ড অফিসার আকিকুল ইসলাম প্রমুখ। এ সময় আওয়ামীলীগ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অপরদিকে এলাকাভিত্তিক সূত্র থেকে জানা যায়, সরকারি অফিস আদেশে উপজেলার এবিসিডি ডিগ্রী কলেজ, এবিসিডি মাধ্যমিক বিদ্যালয়  ছারা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, বর্ণী রামকৃষ্ণ মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া-ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংহঝুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আজমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাজাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপিত হয়।