মহিলা মেম্বারের স্বামীর নেতৃত্বে খুন

মাহবুব রহমান: ময়মনসিংহের গফরগাঁওয়ে সংরক্ষিত মহিলা মেম্বারের স্বামী মাসুদ মিয়ার নেতৃত্বে স্থানীয় ৪/৫ জন দুবৃত্তদের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নিহত হন এমদাদুল হক ২৯ নামের এক প্রবাসী যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা পোনে ৭টার দিকে উপজেলার পাগলা থানাধীন উস্তি ইউনিয়নের বোড বাজার এলাকায়। ছুরিকাঘাতে নিহত দুবাই প্রবাসী এমদাদুল হক উপজেলার উস্তি ইউনিয়নের সানজিদ গ্রামের বাসিন্ধা লাল মিয়ার ছেলে। নিহত এমদাদুল হক ১ মাস পুর্বে দুবাই থেকে ছুটিতে বাড়ি এসেছেন বলে জানিয়েছেন উস্তি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার মামুন সরকার। হত্যাকারী হিসেবে অভিযুক্ত মাসুদ মিয়া উস্তি ইউনিয়নের ৪,৫,৬ নং ওয়ার্ডে সংরক্ষিত আসনের মহিলা মেম্বার সাথী আক্তারের স্বামী। জানা যায়, মাসুদ মিয়ার দেয়া মিথ্যা তথ্যের ভিত্তিত্বে চলতি মাসের ২ এপ্রিল রবিবার নিহত এমদাদুল হকের চাচা মোরশেদ মিয়াকে গ্রেফতার করে পাগলা থানা পুলিশ। এতে ক্ষুদ্ধ হয়ে নিহত এমদাদুল হক সোমবার সন্ধ্যা সাড়ে ৬ দিকে উস্তি ইউনিয়নের বোর্ড বাজারে মাসুদ মিয়ার কাছে জানতে চায় কেন তার চাচাকে জুয়া খেলার মিথ্যা অভিযোগে গ্রেফতার করানো হয়েছে। এসময় কথাকাটাকাটির এক পর্যায়ে মাসুদ মিয়া ও তার সহযোগীরা এমদাদুলকে ছুরা দিয়ে এলোপাতারি আঘাত করে। এতে ঘটনাস্থলেই নিহত হয় এমদাদুল হক।এমদাদুল নিহত হলে ক্ষুদ্ধ এলাকাবাসীর গণপিটুনিতে হত্যাকারী মাসুদ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা নিহত এমদাদুল হক আহত মাসুদ মিয়াকে গফরগাঁও উপজেলা স্থাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গিলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার শফিকুল ইসলাম এমদাদুলকে মৃত ঘোষণা করেন এবং আহত মাসুদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। মঙ্গলবার সকাল পোনে ১০টার দিকে পাগলা থানার ওসি চাঁন মিয়া জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহত এমদাদুলের পিতা মোঃ লাল মিয়া বাদী হয়ে একটি অভিযোগ লিখেছেন। কিন্তু এখনো থানায় জমা দেননি, কিছুক্ষণের মধ্যে অভিযোগ জমা দিবেন বলে আমাকে জানিয়েছে বাদী। তবে এ ঘটনায় চয়ন (২৭) নামের এক আসামিকে মঙ্গলবার ভোরে গ্রেফতার করা হয়েছে বলেও জানান ওসি চাঁন মিয়া।