মাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি : জেলার কমলনগর উপজেলার চরমার্টিন এলাকায় মাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

নিহত মায়ের নাম খায়রুন নেছা। দণ্ডপ্রাপ্ত ছেলের নাম হারুন অর রশিদ (৪০)।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সাইদুর রহমান গাজী এ রায় দেন। রায়ের সময় মামলার একমাত্র আসামি হারুন অর রশিদ আদালতে উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০০৫ সালের ১৭ জুলাই রাতে পারিবারিক কলহের জেরে মা খায়রুন নেছাকে কুপিয়ে হত্যা করে ছেলে হারুন অর রশিদ। পরে সে মায়ের লাশ টয়লেটের ভেতরে গুম করে রাখে।

এ ঘটনায় নিহতের মেয়ে মিনারা বেগম বাদী হয়ে পরের দিন ১৮ জুলাই রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় হারুন অর রশিদকে একমাত্র আসামি করা হয়। একই বছরে ২৯ সেপ্টেম্বর হারুন অর রশিদকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য ও শুনানি শেষে আদালত এ রায় প্রদান করেন বিচারক।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আবুল কালাম রায়ের বিষয়টি নিশ্চিত করছেন।