মাগুড়া কলেজ পরিদর্শন করলেন দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান

মহিনুল ইসলাম সুজন,জেলা প্রতিনিধি নীলফামারঃ- নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে অবস্হিত মাগুড়া কলেজ পরিদর্শন করলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন। এ উপলক্ষে মাগুড়া কলেজের আয়োজনে মঙ্গলবার বিকেলে কলেজ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক জেলা রেজিস্টার ও সংরক্ষিত সংসদ সদস্য মেরিনা রহমানের প্রতিনিধি আনোয়ারুল কাদিরের সভাপতিত্বে  এসময় উপস্হিত ছিলেন শিক্ষাবোর্ডের  সহকারী কলেজ পরিদর্শক আব্দুল মান্নান, গভর্নিং বডির সদস্য আখতারুজ্জামান, অধ্যক্ষ মাহবুবার রহমান শাহ, সদস্য আনছার আলী প্রভাষক রোকেয়া আখতার সহ কলেজের সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। কলেজটি প্রতিষ্ঠা করেন সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদের ভগ্নীপতি, সাবেক সংসদ সদস্য নীলফামারী ৪ ও ময়মনসিংহ কৃষি বিস্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর মরহুম ডাঃ আসাদুর রহমান। এসময় বোর্ড চেয়ারম্যান কলেজে একটি গাছের চারা রোপন করেন। এমপিও না পাওয়ার ব্যাপারে কলেজের অধ্যক্ষ মাহবুবার রহমান শাহ বলেন, ১৭ বছর ধরে বেতনভুক্ত হতে না পেরে আমরা মানবেতর জীবনযাপন করছি। একই কথা বলেন প্রভাষক গনেশ চন্দ্র রায়। তারা শিক্ষাবান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট আবেদন করেন দ্রুত তাদের এমপিও ভুক্ত করা হউক। পরে বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে অবস্হিত শিশু নিকেতন স্কুল এণ্ড কলেজ পরিদর্শন করেন।