মাটি ভরাটের ২ কোটি টাকা ভাগবাঁটোয়ারা

নিজস্ব প্রতিবেদক : রংপুর-ঢাকা মহাসড়কের রংপুর অংশের মাটি ভরাট কাজের দুই কোটি টাকার কাজ না করে ভাগবাঁটোয়ারার অভিযোগ উঠেছে।

রাজধানীর নয়াপল্টনে অবস্থিত আরএবিআরসি (জেভি) লিমিটেড নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই অনিয়মের অভিযোগ।

আর ওই অভিযোগ যাচাই-বাছাই শেষে সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রাজশাহী দুদকের বিভাগীয় কার্যালয়ের পরিচালককে অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

‍দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযোগের বিষয়ে দুদক সূত্র জানায়, রাজধানীর নয়াপল্টনে অবস্থিত আরএবিআরসি (জেভি) লিমিটেড রংপুর-ঢাকা মহাসড়কের রংপুর অংশে মাটি ভরাট কাজের দুই কোটি টাকার কাজ না করে, ভাগবাঁটোয়ারা করেছে। চলতি বছরের আগস্ট মাসে পাওয়া এ অভিযোগ যাচাই-বাছাই শেষে কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালককে অভিযোগ অনুসন্ধানে একজন অনুসন্ধান কর্মকর্তা ও তদারককারী কর্মকর্তা নিয়োগ দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে কমিশন থেকে নির্দেশ দেওয়া হয়েছে।