মাঠে নামছে ‘চ্যাম্পিয়ন-রানার্সআপ’ দল

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর গত আসরের শিরোপা জিতেছিল ঢাকা ডায়নামাইটস, রানার্সআপ হয়েছিল রাজশাহী কিংস।

পঞ্চম আসরকে সামনে রেখে একাধিক দল অনুশীলনে নামলেও এখনও মাঠে নামা হয়নি চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের। ক্রিকেটপ্রেমিদের অপেক্ষা ফুরাল। বিপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল রোববার মাঠে নামতে যাচ্ছে। সাকিবের ঢাকা ডায়নামাইটস রোববার সকাল ৯টায় মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করবে। একই মাঠে দুপুর ১টায় অনুশীলন শুরু করবে রাজশাহী কিংস।

দুই দল দেশি-বিদেশি তারকা ক্রিকেটার নিয়ে দল গুছিয়েছে। তবে বিদেশি ক্রিকেটার দলে ভেড়ানোর দিক দিয়ে সবথেকে এগিয়ে ঢাকা। শেষ মুহুর্তে তারা ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডকেও দলে নিয়েছে। অন্যদিকে রাজশাহীর তাঁবুতে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি। গতবার মোটামুটি মানের দল নিয়েও স্যামির দল ফাইনাল খেলেছিল। তাই এবারও স্যামিকে দলে ভিড়িয়েছে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি।

দুই দলের বিদেশি ক্রিকেটাররা এখনও এসে পৌঁছেনি। রাজশাহী কিংসের মিডিয়া ম্যানেজার জানিয়েছেন, রোববার থেকে দলের বিদেশি ক্রিকেটার রাজশাহী কিংসে যোগ দেওয়া শুরু করবেন। ড্যারেন স্যামি আসবেন ৩১ অক্টোবর।’ অন্যদিকে ঢাকার বিদেশি ক্রিকেটার আজ রাত থেকে ঢাকায় আসা শুরু করবেন বলে জানিয়েছেন দলটির এক কর্মকর্তা।

গত মৌসুমে লিগ পর্বে রাজশাহী কিংসের বিপক্ষে দুই ম্যাচের দুটিতেই হেরেছিল ঢাকা ডায়নামাইটস। কিন্তু বিগ ফাইনালে ঢাকার কাছে শিরোপা হারায় তারা।