মানবপাচারকারী চক্রের এক সদস্য গ্রেফতার

রাজধানীর পুরানা পল্টন থেকে মো. রুহুল কুদ্দুস (৩৯) নামে আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বিষয়টি জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে পুরানা পল্টন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রুহুল যশোর জেলার মনিরামপুর থানার রতনদিয়া গ্রামের মৃত ফজলল করিমের ছেলে।

র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেফতার আসামি ও তার চক্রের সদস্যরা জনশক্তি রপ্তানির কোনো বৈধ লাইসেন্স না থাকা সত্ত্বেও বেকার যুবকদের মালয়েশিয়ায় উচ্চ বেতনে চাকরি, বছরে দুটি বোনাস, থাকা-খাওয়া ফ্রিসহ ব্যবস্থার প্রলোভন দেখিয়ে লোভনীয় কথাবার্তা বলে ভুয়া ভিসায় মালয়েশিয়ায় পাঠান।

মালয়েশিয়ায় অবস্থানরত তাদের আরও সহযোগীদের মাধ্যমে ভুক্তভোগীদের বিমানবন্দর থেকে রিসিভ করে নিয়ে একটি রুমে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে তাদের পরিবারের কাছে মুক্তিপণ আদায় করে থাকেন।

তিনি আরও জানান, এভাবে চক্রটি দেশের বিভিন্ন এলাকার সাধারণ লোকজনকে প্রলোভন দেখিয়ে মানবপাচারের মতো জঘন্য অপরাধ করে আসছিল।

তার নামে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আরিফ মহিউদ্দিন।