”মানসন্মত প্রাথমিক শিক্ষা : প্রয়োজন দক্ষ ও আন্তরিক শিক্ষক ”শীর্ষক সভা অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি: ”মানসন্মত প্রাথমিক শিক্ষা : প্রয়োজন দক্ষ ও আন্তরিক শিক্ষক ” শীর্ষক এ্যডভোকেসি সভায় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউরোপিয় ইউনিয়নের আর্থিক অনুদানে ঢাকা আহ্ছানিয়া মিশন ইউনিক-২ প্রকল্প কর্র্র্তৃক পরিচালিত মোংলা উপজেলার আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলার নির্বাহী অফিসার আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন চিলা এলআরসি’র সভপতি মুজিবুর রহমান । সভায় স্বাগত বক্তব্য রাখেন মোংলা এরিয়া অফিসের এরিয়া ম্যানেজার মোস্তফা কামাল । তিনি বলেন আছানিয়া মিশনের মূল মন্ত্র হচ্ছে ”¯্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা ”। সভায় মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন ইউ আর সি ইন্সট্রাক্টর ভগীরথ বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার, মোংলা সরকারি কলেজের প্রভাষক , সাংবাদিক বৃন্দ, এনজিও কর্মকর্তা, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক , ইউ পি সদস্য ও ঢাকা আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা বৃন্দ। মাষ্টার ট্রেনার গোলাম ফারুক মাল্টি মিডিয়ার মাধ্যমে ঢাকা আহ্ছানিয়া মিশনের কার্যক্রমের বিস্তারিত বিবরণ তুলে ধরেন । মূল প্রবন্ধ পাঠ করেন ছবেদ খান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল । প্রধান অতিথির বক্তব্যে উপজেলার নির্বাহী অফিসার বলেন, ভাল কাজের স্বীকৃতি দিতে হবে এবং পজেটিভ পরিবর্তনের জন্য চেজ্ঞ মেকার হিসাবে কাজ করতে হবে ।