মানিকগঞ্জের চারটি উপজেলার বন্যা পরিস্থিতির চরম অবনতি

সুজন মাহমুদের তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর আলম
মানিকগঞ্জ জেলা প্রতিনিধিঃ গত ২৪-ঘন্টায় পদ্মা নদীর পানি বিপদসীমার ৭০-সেন্টিমিটারের উপর দিয়ে প্রবাহীত হওয়ায় মানিকগঞ্জ জেলার অন্তর্গত চারটি উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে হরিরামপুর, শিবালয়, ঘিওর দৌলতপুর এই চারটি উপজেলার ত্রিশটি গ্রামের প্রায় বিশ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
অতি বৃষ্টি ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় পানিবন্দি হয়ে অনেক কষ্টে মানবেতর জীবনযাপন করছে এ সকল এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই হরিরামপুরের উপজেলা চত্ত্বর সহ প্রধান সড়ক ও ঝিটকা মসজিদ চত্বরের প্রধান সড়ক বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়েছে এবং দৌলতপুর থেকে আমতলী যাবার প্রধান আন্ঞ্চলিক সড়কের অনেকাংশ বন্যার পানিতে তলিয়ে গেছে । অপরদিকে, মানিকগঞ্জ হতে ঘিওর, দৌলতপুর হয়ে টাঙ্গাইল যাওয়ার রাস্তায় প্রায় অনেক জায়গায় বন্যার পানিতে ডুবে গেছে।
পানিবন্দি এ সকল এলাকার বাসিন্দারা তাদের গৃহপালিত পশুপাখি নিয়ে অনাহারে অর্ধাহারে অতিকষ্টে দিন কাটাচ্ছে।
এ রিপোর্ট লিখা পর্যন্ত বন্যায় প্লাবিত দু-একটি জায়গার অসহায় মানুষদের মাঝে ত্রাণ-সামগ্রী বিতরণ করা হলেও বন্যায় কবলিত অন্য জায়গার মানুষদের মাঝে কোন ধরনের মানবিক সাহায্য সহযোগিতা পৌছায়নি।