মানিকগঞ্জে শেষ হলো তিন দিনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন

মানিকগঞ্জ প্রতিনিধি : বাংলা সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব ড. দীনেশ চন্দ্র সেনের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন শেষ হয়েছে।

শনিবার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন। স্থানীয় বিজয়মেলা মাঠে সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন ও সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ।

সমাপনী দিনে জেলা প্রশাসক রাশিদা ফেরদৌসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে প্রাক্তন সংসদ সদস্য জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম আব্দুল মান্নান, পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম, গড়পাড়া এমামবাড়ির পীর শাহ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যকে আলোকিত করেছেন। অনবদ্য অবদানের জন্য সাহিত্যপ্রেমীদের মাঝে তিনি চিরকাল বেঁচে থাকবেন।

পরে স্থানীয় শিল্পীরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।