মারা গেছেন অভিনেতা রবি ভাল্লাথল

বিনোদন ডেস্কঃ জনপ্রিয় মালায়ালাম টিভি সিরিয়াল ও বড় পর্দার অভিনেতা রবি ভাল্লাথল শনিবার ৬৭ বছর বয়সে কেরালায় তাঁর বাসভবনে মারা যান। রবি ভাল্লাথল দুই বছর ধরে নানা শারীরিক জটিলতায় অসুস্থ ছিলেন। এ কারণে তিনি দীর্ঘদিন কাজ বন্ধ রেখেছিলেন। নিজেই জানিয়েছিলেন, আলঝেইমার রোগে ভুগছিলেন তিনি। উচ্চমাত্রার ডায়াবেটিসও ছিল।

দক্ষিণ ভারতের টিভি সিরিয়ালের জনপ্রিয় ব্যক্তিত্ব টি এন গোপিনাথ নাইর ও সৌদামিনির ঘরে ১৯৫২ সালের ২৫ নভেম্বর জন্মগ্রহণ করেন রবি। এ ছাড়া তিনি অত্যন্ত জনপ্রিয় মালায়ায়াম কবি ভাল্লাথল নারায়ণ মেননের ভাগনে।

কমপক্ষে ১০০টিভি সিরিজ ও ৫০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। ‘মরসুম’, ‘কোট্টায়াম কুঞ্জাচান’, ‘সরগম’, ‘নালু পেনিংয়াল’, ‘নি ভারুভোলাম’, ‘গডফাদার’ সিনেমায় তাঁর অভিনয় দর্শকনন্দিত হয়। টিভি সিরিজ ‘আমেরিকান ড্রিমস’–এর জন্য তিনি কেরালা রাজ্য সরকার কর্তৃক টেলিভিশন অ্যাওয়ার্ড পান।

তাঁর মৃত্যুতে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শোক প্রকাশ করেছেন। অভিনয়ের পাশাপাশি লেখালেখিরও হাত ছিল রবি ভাল্লাথলের। ২৫টির বেশি ছোটগল্প লিখেছেন তিনি। স্ত্রী গীতালক্ষ্মীকে সঙ্গে নিয়ে প্রতিবন্ধী শিশুদের সাহায্যের জন্য একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানও গড়েছিলেন তিনি। ১৯৮০ সালের ১ জানুয়ারি বিয়ে করেছিলেন এই দম্পতি। তাঁদের কোনো সন্তান নেই।