মারা যাননি ব্রিটনি

বিনোদন ডেস্ক : তারকাদের মৃত্যু গুজব প্রায়ই শোনা যায়। এবার মৃত্যু গুজব উঠেছে জনপ্রিয় মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের।

সোমবার, সনি মিউজিক এন্টারটেইনমেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টের অনুসারীরা একটি টুইটে লেখা দেখেন, ‘রেস্ট ইন পিস ব্রিটনি। দুর্ঘটনায় ‍নিহত হয়েছেন ব্রিটনি স্পিয়ার্স! আমরা শিগগিরই আপনাদের বিস্তারিত জানাব।’

আর সনি মিউজিক এন্টারটেইনমেন্টের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে যখন কোনো তারকার মৃত্যু সংবাদ দেওয়া হয় সেটি হয়তো অনেকেই বিশ্বাস করবেন। টুইটটি দেখার সঙ্গে সঙ্গেই ব্রিটনি ভক্তদের মধ্যে নেমে আসে শোকের ছায়া।

কিন্তু পরবর্তীতে সেই অ্যাকাউন্টেই আরেকটি টুইটে লেখা হয়, ‘সনির অ্যাকাউন্টনি হ্যাক করা হয়েছিল। এটি আবার ঠিক করা হয়েছে। ব্রিটনি ভক্তদের মাঝে সংশয় তৈরি হওয়ায় সনি মিউজিক দুঃখ প্রকাশ করছে।’

ব্রিটনির ম্যানেজার অ্যাডাম লেবার জানিয়েছেন, ব্রিটনি খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছু দুষ্ট ইন্টারনেট ব্যবহারকারী কয়েক বছর ধরে তার মৃত্যু গুজব ছড়িয়ে আসছে।

এর আগে ২০১৪ সালে সাইবার অ্যাটাকের শিকার হয়েছিল সনি পিকচার্স এন্টারটেইনমেন্ট। পরবর্তীতে এফবিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে কাজটি ছিল উত্তর কোরিয়ার। সাইবার অ্যটাকটি করা হয়েছিল সনি পিকচার্সের দি ইন্টারভিউ সিনেমা মুক্তির এক মাস আগে। কারণ উত্তর কোরিয়ার নেতা কিম জন উনকে হত্যার জন্য দুজন সাংবাদিককে নিয়োগ দেয় সিআইএ, এমন গল্প নিয়েই তৈরি হয়েছে সিনেমাটি।