মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি ট্রাম্প ও পেন্স

আন্তর্জাতিক ডেস্কঃ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অংশ নেবেন। আইওয়াতে অঙ্গরাজ্যের রাজধানী ডেস মইনেসে আগামী ৭ জুন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বক্তব্য রাখবেন। বুধবার স্থানীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে।

এ প্রতিযোগিতায় তিনি মুখোমুখি হবেন তার এক সময়ের বস সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস, দক্ষিণ ক্যারোলিনার সাবেক গভর্নর নিকি হ্যালি, সিনেটর টিম স্কট, আরকানসাসের সাবেক গভর্নর আসা হাচিনসন ও ধনকুবের বিবেক রামাস্বামীর।

বেশিরভাগ জাতীয় নির্বাচনে ট্রাম্পের জনপ্রিয়তা রয়েছে, তারপরই রয়েছেন ডিস্যান্টিস। ডিস্যান্টিসকে ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হয়।

অন্যদিকে ডেমোক্র্যাটিক পার্টি থেকে প্রেসিডেন্ট জো বাইডেন পুনরায় নির্বাচনে অংশ নেবেন। এজন্য তাকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা রবার্ট এফ কেনেডি জুনিয়র এবং লেখক মারিয়েন উইলিয়ামসনের মুখোমুখি হতে হবে।