মালদ্বীপের স্পোর্টস অ্যাওয়ার্ড প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

মালদ্বীপ সরকার বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলকে স্পোর্টস অ্যাওয়ার্ড প্রদান করেছিলেন।

সোমবার (১৮ এপ্রিল) জাহিদ আহসান সেই পুরস্কার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে মন্ত্রিপরিষদের বৈঠকের শুরুতে মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ডটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।

গত মার্চ মাসের মাঝামাঝিতে এ পুরস্কার পেয়েছিলেন রাসেল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন। ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও পুরস্কার পেয়েছিলেন শ্রীলঙ্কার যুব ও ক্রীড়ামন্ত্রী নমাল রাজাপক্ষে এবং সৌদি আরবের ক্রীড়া উপমন্ত্রী আল কাদি বদর আব্দুল রহমান। একই অনুষ্ঠানে লাইফটাইম এচিভমেন্ট ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলেন মালদ্বীপের সাবেক রাষ্ট্রপতি মামুন আব্দুল গাইয়ুম।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোসও মালদ্বীপ স্পোর্টস অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন। ব্রাজিল থেকে পুরস্কার পেয়েছেন কিংবদন্তি ভলিবল তারকা গিলবার্তো গোডোই, ভারতের সুরেশ রায়না পুরস্কার পান স্পোর্টস আইকন হিসেবে।