মালয়েশিয়ায় বজ্রপাতে বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু

মালয়েশিয়ায় বজ্রপাতে এক বাংলাদেশি নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সুরক্ষা ও স্বাস্থ্য বিভাগের পরিচালক মোহাম্মদ রোসদী ইয়াকুব রোববার (৩০ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৮ মে বিকেল সাড়ে ৩টার দিকে মালয়েশিয়ার জহুর বারুর তামান ইন্ডাস্ট্রি জায়ায় একটি নির্মাণ সাইটে ৩৯ বছর বয়সী ওই ব্যক্তি ক্রেন দিয়ে নির্মাণাধীন ভবনের কংক্রিটের স্তর এক জায়গা থেকে অন্য জায়গা স্থানান্তর করছিলেন। এমন সময় বজ্রপাতে ওই বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত হন। নিহত বাংলাদেশির মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় সুলতানাহ আমিনাহ হাসপাতালে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত কর্মক্ষেত্রের দুর্ঘটনার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। পেশাদার সুরক্ষা ও স্বাস্থ্য আইন ১৯৯৪ এর অধীনে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তদন্ত চলছে।

এই ঘটনায় নিয়োগকর্তাকে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য দুটি নোটিশও জারি করে স্থানীয় সুরক্ষা ও স্বাস্থ্য বিভাগ।