মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি, শপথ শনিবার

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মালয়েশিয়ার ইতিহাসে নবম প্রধানমন্ত্রী হলেন দেশটির সাবেক ডেপুটি প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুবকে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাজা আল সুলতান আবদুল্লাহ।

স্থানীয় সময় শুক্রবার (২০ আগস্ট) মালয় শাসকদের সঙ্গে বিশেষ বৈঠকের পর ইসমাইল সাবরিকে নবম প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের আদেশ দিয়েছেন রাজা।

আগামীকাল শনিবার (২১ আগস্ট) দুপুর আড়াইটায় কুয়ালালামপুরে ইস্তানা নেগারা রাজপ্রাসাদে তার শপথ অনুষ্ঠান হবে।

ইসমাইল সাবরির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কিত একটি বিবৃতি স্থানীয় সময় বেলা সাড়ে ৪টার দিকে প্রকাশ করেছে ইস্তানা নেগারা রাজপ্রসাদ।

মালয়েশিয়ার রাজ পরিবারের মুখপাত্র আহমদ ফাদিল শামসুদ্দীন বিবৃতিতে জানান, নতুন প্রধানমন্ত্রী যাচাইয়ের জন্য মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহর নির্দেশে দেশটির ২২০ জন সংসদ সদস্যদের কাছে অনলাইন ভোট চাওয়া হয়েছিল, যার সময়সীমা ছিল বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত। এরই পরিপ্রেক্ষিতে দেশটির দেওয়ান রাকায়াতের স্পিকার দাতুক আজহার আজিজান হারুনের কাছে সংসদ সদস্যদের অংশ্রগ্রহণে অনলাইন ভোটিংয়ে ২২০ আসনের পার্লামেন্টের ১১৪ জন সাংসদের সমর্থনে এগিয়ে থাকেন দাতোক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব।

এরপর দেশটির রাজা সংসদের ১১৪ জন সদস্যের সঙ্গে সাক্ষাতের পর নির্বাচিত ইসমাইল সাবরি ইয়াকুবের পক্ষে মতামত পেয়েছেন। এ কারণে মালয়েশিয়ার সংবিধান অনুসারে রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছেন বলে জানান রাজ পরিবারের মুখপাত্র।