মালালা ইউসুফজাইকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেল বিজয়ী পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফজাইকে কানাডার সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে। বুধবার অটোয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছ থেকে এই সম্মানসূচক নাগরিকত্ব সনদ গ্রহণ করেন মালালা।

১৯ বছর বয়সী মালালা সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই সম্মানসূচক নাগরিকত্ব গ্রহণ করেন। এর আগে নেলসন ম্যান্ডেলা ও  দালাই লামাসহ আরো পাঁচজনকে সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছে কানাডা। সেই সুবাদে মালালা হলেন এই তালিকার ষষ্ঠ ব্যক্তি।

অনুষ্ঠানে মালালা বিশ্বব্যাপী নারীদের শিক্ষা বিস্তারের জন্য ফান্ড গঠনে কানাডার রাজনীতিবিদদের তাদের প্রভাবকে কাজে লাগানোর আহ্বান জানান।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তার বক্তৃতায় মালালার প্রশংসা করে বলেন, মালালা হচ্ছেন কানাডার একেবারেই নবীন নাগরিক ও সম্ভবত এই দেশের সবচেয়ে সাহসী নাগরিক।