মালয়েশিয়ায় ২৭ হাজার বাংলাদেশী স্বেচ্ছায় দেশে ফেরতে নিবন্ধন করল

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ার সরকার অবৈধ অভিবাসীদের প্রত্যাবর্তনের সুযোগ দেওয়ায় ২৭ হাজার বাংলাদেশী স্বেচ্ছায় দেশে ফেরতে নিবন্ধন করল ।

বৃহস্পতিবার মায়েশিয়ায়  বাংলাদেশ হাইকমিশন অফিস সূত্রে বিষয়টি জানা যায়।

অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০ সালের ডিসেম্বর থেকে রিক্যালিব্রেশন রিটার্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়। সেই থেকে এ পর্যন্ত (২১ ডিসেম্বর) মোট এক লাখ ৯২ হাজার ২৮১ জন অবৈধ অভিবাসী এই প্রোগ্রামের মাধ্যমে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।

নিবন্ধিতদের মধ্যে ইন্দোনেশিয়ার ৯৯ হাজার ৪৭, বাংলাদেশের ২৬ হাজার ৮২১ ও ভারতের ২৩ হাজার ৮৪৪ জন রয়েছেন। এরইমধ্যে মোট নিবন্ধিতদের মধ্যে এক লাখ ৬২ হাজার ৮২৭ জন অবৈধ অভিবাসী নিজ দেশে ফিরে গেছেন।

সংশ্লিষ্টরা অবৈধ অভিবাসীদের প্রোগ্রাম কাউন্টার, বিমানবন্দর ও জেটি টার্মিনালে অযথা ভিড় না করার পরামর্শ দিয়েছেন।