মাশরাফির খেলার পর সংক্ষিপ্ত ফরম্যাট

ক্রীড়া ডেস্ক : মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের ক্রিকেটের জীবন্ত কিংবদন্তির নাম। বাংলাদেশের ক্রিকেটের সোনালী সময়ের বার্তাবাহক ও লড়াকু অধিনায়ক। তার নেতৃত্বে বাংলাদেশ দল ঘুরে দাঁড়িয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে। একের পর এক সাফল্য এসে ধরা দিয়েছে বাংলাদেশের হাতে। আজ মঙ্গলবার টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাশরাফি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলার পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে তাকে আর দেখা যাবে না।

২০০৬ সালে খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মাশরাফি বিন মুর্তজার। এরপর থেকে আজ পর্যন্ত ৫২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। বল হাতে নিয়েছেন ৩৯ উইকেট। যা বাংলাদেশের টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ উইকেট। তার সেরা বোলিং ফিগার ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট।

ব্যাট হাতে ৩৭ ইনিংসে ব্যাট করে তিনি করেছেন ৩৬৮ রান। সর্বোচ্চ ৩৬। অপরাজিত ছিলেন ১০ বার। আজকের ম্যাচসহ রেকর্ড ২৭ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। তার নেতৃত্বতে বাংলাদেশ দল জিতেছে ৯টি ম্যাচ। যা বাংলাদেশের কোনো অধিনায়কের নেতৃত্বে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয়।