‘মায়া’য় মিথিলার ফাস্ট লুক

শেক্সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে ‘মায়া’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করছেন কলকাতার নির্মাতা রাজর্ষি দে। সেখানে মুখ্য ভূমিকায় দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে। এবার এ সিনেমায় মিথিলার প্রথম ঝলক প্রকাশ হলো। এটি ভারতীয় বাংলা সিনেমায় মিথিলার প্রথম কাজ।

কলকাতার আনন্দবাজার পত্রিকার খবর, প্রথম সিনেমায় চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে উচ্ছ্বসিত মিথিলা। বলেছেন, “গল্পটা ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায় তৈরি বলেই আগ্রহ জন্মেছিল প্রথমে। ছবিতে তিনটে আলাদা বয়সে, আলাদা লুকে দেখা যাবে আমাকে। আশা করি, এখানে প্রথম এই কাজে আমার অভিনয় ভালো লাগবে সকলের।”

মিথিলা আরও জানিয়েছেন, ‘বৈবাহিক সূত্রে এখন কলকাতাতেই থাকছি, তাই এখানেই কাজ করব। বেশ কিছু প্রস্তাব পেয়েছি গত বছর থেকে।’

প্রথম ছবির আগে স্বামী সৃজিত মুখার্জি কি কোনও পরামর্শ দিয়েছিলেন? মিথিলার উত্তর, ‘এই ছবিতে রাজর্ষিদাই আমার ক্যাপ্টেন। আর শুটে যাওয়ার আগে পর্যন্ত আমার চরিত্র সম্পর্কে কিছু জানাইনি সৃজিতকে। আসলে প্রভাবিত হতে চাইনি।’

মাহিরা থেকে মায়া হয়ে ওঠার যাত্রায় বিভিন্ন রূপে এ সিনেমায় ধরা দেবেন মিথিলা। ১৯৮৯ সালের কলকাতা থেকে গল্পের শুরু, যা এসে শেষ হয় সাম্প্রতিক সময়ে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায়, অল্টার ইগো রূপে পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের—সেই গল্পই বলবে ‘মায়া’।

সিনেমাটিতে দেখা যাবে কলকাতার সুদীপ্তা চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গৌরব চক্রবর্তীসহ অনেককেই। ডিসেম্বরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।