মা হলেন শ্রেয়া ঘোষাল

বন্ধু শিলাদিত্য মুখার্জিকে ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিয়ে করেছিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল। বিয়ের আগে ১০ বছরের সম্পর্ক ছিল তাদের।

এবার সুখবর এলো শ্রেয়া-শিলাদিত্য দম্পতির ঘরে। একজন ভারতীয় বাঙালি নেপথ্য সঙ্গীতশিল্পী। তিনি বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমীয়া ভাষায় গান গেয়েছেন এবং নিজেকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শীর্ষস্থানীয় সঙ্গীতশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, সাতবার ফিল্মফেয়ার পুরস্কার, ও দশবার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন।

শনিবার (২২ মে) পুত্র সন্তান জন্ম দিয়েছেন শ্রেয়া। ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবরটি জানিয়েছেন তিনি নিজেই। শ্রেয়া লেখেন, ‘সৃষ্টিকর্তা আজ দুপুরে আমাদের এটি পুত্র সন্তান উপহার দিয়েছে। এটি অন্যরকম এক অনুভূতি, যা আগে কখনও হয়নি। শিলাদিত্য, আমি আর আমাদের পরিবার খুব খুশি। সবাইকে ধন্যবাদ আমাদের এই ছোট্ট সদস্যকে আশীর্বাদ ও ভালোবাসা দেওয়ার জন্য।’

জানা গেছে, ৪ মার্চ বেবি বাম্পের ছবি প্রকাশ করেছিলেন শ্রেয়া। বিয়ের ৬ বছর পর প্রথম সন্তান জন্ম দেয়ায় বেশ উচ্ছ্বসিত এ গায়িকা। ধারনা করা হচ্ছে তাদের প্রথম সন্তানের নাম হতে পারে ‘শ্রেয়াদিত্য’। কারণ বেবি বাম্পের ছবি প্রকাশ করে হ্যাশট্যাগ দিয়ে শ্রেয়াদিত্য লিখেছিলেন তিনি।