মিজারুল কায়েসের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে

নিজস্ব প্রতিবেদক : শ্রদ্ধা নিবেদনের জন্য মিজারুল কায়েসের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়েছে।

সোমবার সকাল ১০টা ২০ মিনিটে তার লাশ কেন্দ্রীয় শহীদ মিনিরে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে।

সকাল সাড়ে ১০টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করের লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ।

এরপর একে একে বিভিন্ন সংগঠন ও ব্যক্তির পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

কেন্দ্রীয় শহীদ মিনারে মিজারুল কায়েসের মরদেহের পাশে তার স্ত্রী নাঈমা চৌধুরী, তার দুই মেয়ে শাধুরী ও মানসী এবং তার বড় ভাই ইমরুল কায়েসসহ পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন।